ঈদ উপলক্ষে গত ৫ জুন থেকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ বাণিজ্য বন্ধ থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত। টানা ১০ দিন আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকলে ব্যাপক ক্ষতি হবে বলেই দাবি আমদানি, রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আশঙ্কা। বাণিজ্য পুরোপুরি বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার চালু থাকলেও যাত্রীদের যাতায়াত অনেকটা কম হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছরই বন্ধ থাকে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য।