ই-গভর্ননেন্স ক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য মোট ৮০২ টি মনোনয়ন জমা পড়েছে। প্রতি বছর ই গভর্নেন্স ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও দক্ষতার জন্য এই পুরস্কার দেওয়া হয়। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে, এ বছর পুরস্কারের জন্য সাতটি বিভাগকে বেছে নেওয়া হয়েছে।
Site Admin | January 3, 2026 11:32 AM
ই-গভর্ননেন্স ক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য মোট ৮০২ টি মনোনয়ন জমা পড়েছে।