মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 3, 2025 3:49 PM

printer

ইস্তোরা সেনায়ানে ইন্দোনেশিয়া ওপেনের ৩২তম রাউন্ডে দু’বারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপানের নোজোমি ওকুহারার বিরুদ্ধে তিন গেমের ম্যাচে জয় পেয়েছেন। 

ইস্তোরা সেনায়ানে ইন্দোনেশিয়া ওপেনের ৩২তম রাউন্ডে দু’বারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপানের নোজোমি ওকুহারার বিরুদ্ধে তিন গেমের ম্যাচে জয় পেয়েছেন। সিন্ধু, জাপানের প্রতিপক্ষকে ২২-২০, ২১-২৩, ২১-১৫ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন।

পুরুষদের সিঙ্গলস বিভাগে, লক্ষ্য সেন চীনের শি ইউ কি-র কাছে ১১-২১, ২২-২০, ১৫-২১ গেমে হেরে প্রথম রাউন্ডেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার কিম গা ইউনের কাছে স্ট্রেট গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন অনুপমা উপাধ্যায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।