ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রসদনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি শতবর্ষে ইস্টবেঙ্গল শীর্ষক একটি তথ্য চিত্রের উদ্বোধন করেন। ক্লাবের ফুটবল টিমটা কে আরও ভালো করে তৈরি করার জন্যে তিনি ক্লাব কর্তাদের পরামর্শ দেন। প্রয়োজনে গ্রাম বাংলা থেকে ভালো ফুটবলার তুলে আনার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী আজ ক্লাব কর্তৃপক্ষের হাতে ৫০ লক্ষ টাকা তুলে দেন। খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার ছয় গুণ টাকা বরাদ্দ বাড়িয়ে ৮৪০ কোটি টাকা করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Site Admin | April 24, 2025 10:07 PM
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক অনুষ্ঠানে যোগ দেন।
