মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 17, 2024 6:26 PM

printer

ইসলামী বর্ষপঞ্জীর পবিত্র প্রথম মাসের দশম দিনে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহরম।

ইসলামী বর্ষপঞ্জীর পবিত্র প্রথম মাসের দশম দিনে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহরম। আশুরার এই দিনটিতে, কারবালা মরু প্রান্তরে অত্যাচারী এজিদের বাহিনীর হাতে পয়গম্বর হজরত মহম্মদের দৌহিত্র ইমাম হোসেনের সপরিবার শহীদ হওয়া স্মরণ করে বিলাপ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। কালো পোশাকে তাজিয়া দুলদুল নিয়ে মিছিল, নকল কারবালার প্রতীকী যুদ্ধ, দিনটি পালনের অঙ্গ।

দিল্লীর জামা মসজিদ, নিজামউদ্দীন, ওখলা এবং মেহরুলি সহ বিভিন্ন এলাকায় তাজিয়া বের হয়। কলকাতাতেও নানা জায়গায় মহরমের মিছিলের জন্য আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।