January 12, 2026 9:31 AM

printer

ইসরো আজ সকাল দশটা সতেরো মিনিটে শ্রী হরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে প্রথম লঞ্চ প্যাড থেকে পি-এস-এল-ভি-সি সিক্সটি টু ই-ও-এস-এন-ওয়ান উৎক্ষেপণ করবে

ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ইসরো আজ সকাল দশটা সতেরো মিনিটে শ্রী হরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে প্রথম লঞ্চ প্যাড থেকে পি-এস-এল-ভি-সি সিক্সটি টু ই-ও-এস-এন-ওয়ান উৎক্ষেপণ করবে।পি এস এল ভি কে বিশ্বাসযোগ্য এবং সফল ব্যবস্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।আজ পি এস এল ভি-র চৌষট্টি তম উৎক্ষেপণ হবে।নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এই উৎক্ষেপণ পরিচালনা করবে।আজ দেশ-বিদেশের ১৫টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপিত হবে। পৃথিবীকে পর্যবেক্ষণ করতে সক্ষম একটি উপগ্রহ-ও এর মধ্যে রয়েছে।