ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এবং ভারতীয় জাতীয় শিক্ষা নীতির মূল রূপকার ডঃ কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গনের জীবনাবসান হয়েছে। বেঙ্গালুরুতে আজ সকালে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। ইসরোর চেয়ারম্যান হিসেবে ডঃ কস্তুরীরঙ্গন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পি এস এল ভি তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। দীর্ঘ ৯ বছর ধরে তিনি ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচীতে নেতৃত্ব দেন। ২০০৩-এর ২৭-শে আগস্ট ইসরোর চেয়ারম্যান পদ থেকে অবসর নেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং কর্ণাটক কলেজ কমিশনের চেয়ারম্যান পদেও দায়িত্ব সামলান শ্রী কস্তুরীরঙ্গন।
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। আজ সকাল ১০-টা থেকে ১২-টা পর্যন্ত এই বিশিষ্ট বিজ্ঞানীকে জনসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য সায়িত রাখা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কস্তুরীরঙ্গনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন কস্তুরীরঙ্গনের দুরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং অবদান সারা দেশ চিরকাল স্মরণ করবে।