ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতিতে গর্ব এবং আনন্দ প্রকাশ করে বলেছেন ভারত ৯টি মহাকাশ অভিযানে নেতৃত্ব অর্জন করেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডঃ নারায়ণন জানিয়েছেন কিভাবে ইসরোর ইঞ্জিনিয়াররা তরল অক্সিজেন লিক সনাক্ত করে AXIOM 4 মিশনে একটি বিপর্যয় এড়াতে সাহায্য করেছিলেন। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের অনড় মনোভাবের ফলেই একটি গুরুত্বপূর্ণ ফাটল ধরা পড়ে, যার ফলে ১১ জুনের জন্য নির্ধারিত উৎক্ষেপণ বাতিল করা হয়।
Site Admin | August 23, 2025 10:06 PM
ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতিতে গর্ব এবং আনন্দ প্রকাশ করে বলেছেন ভারত ৯টি মহাকাশ অভিযানে নেতৃত্ব অর্জন করেছে।
