December 27, 2025 1:04 PM

printer

ইসরায়েল, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে

ইসরায়েল, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অবিলম্বে কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহি  এই ঘটনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিওন সার এক বিবৃতিতে বলেছেন, দুই দেশ পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে দূতাবাস খোলা এবং রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে বলেছেন, তার দেশ ইসরায়েলের এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের ওপর একটি ইচ্ছাকৃত আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে তা স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে, ইসরায়েলের ঘোষণা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সোমালিয়া, তুরস্ক এবং জিবুতির বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন। সংশ্লিষ্ট দেশের বিদেশ মন্ত্রীরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন।

এডেন উপসাগরে সোমালিল্যাণ্ডের অবস্থান। এদের নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও পুলিশ বাহিনী রয়েছে। প্রাক্তন স্বৈরশাসক জেনারেল সিয়াদ বারের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের পর ১৯৯১ সালে এটি গঠিত হয় এবং তখন থেকে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতার সাথে লড়াই করে আসছে। প্রায় ষাট লক্ষ জনসংখ্যার এই স্ব-ঘোষিত প্রজাতন্ত্রটি সম্প্রতি সোমালিয়া, ইথিওপিয়া এবং মিশরকে জড়িত বেশ কয়েকটি আঞ্চলিক বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।