মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 25, 2025 8:57 AM

printer

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘ

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুত্তেরেস, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি ইসরায়েল ও ইরানকে অস্ত্রবিরতিকে সম্পূর্ণ সম্মান জানাতে এবং যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন ইত মধ্যেই দু’দেশের মানুষেরই যথেষ্ট ক্ষতি হয়েছে।  ওই অঞ্চলে বিভিন্ন সঙ্ঘাতের ক্ষেত্রেও এই যুদ্ধবিরতি প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা করে উভয় দেশকেই সংযমের আর্জি জানান। পশ্চিম এশিয়ার সংঘাত বৃদ্ধির মধ্যে মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণা উভয় পক্ষকেই অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। অস্ত্রবিরতির ঘোষণার পরেই ইরান জানিয়ে দেয় ওয়াশিংটন থেকে কোন সরকারি প্রস্তাব তারা পায়নি এবং এই দ্বিপাক্ষিক যুদ্ধ বিরতিতে তারা সম্মত নয়।