মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 14, 2025 1:40 PM

printer

ইসরায়েল গতরাতে হামাসের কাছে থাকা আরেক পনবন্দীর মৃতদেহ গ্রহণ করেছে।

ইসরায়েল গত রাতে হামাসের কাছে থাকা আরেক পনবন্দীর মৃতদেহ গ্রহণ করেছে। গাজা উপত্যকায় রেড ক্রসকে হামাস মেনি গোদারের দেহাবশেষ ফেরত দেয়। আবু কবির ইনস্টিটিউটের ফরেনসিক বিশেষজ্ঞরা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন। ২০২৩ এর ৭ই অক্টোবর, কিবুৎজ বে’ইরিতে হামলার সময় প্যালেস্তিনিওরা সস্ত্রীক গোদারকে হত্যা করে। এ পর্যন্ত হামাস আরও ২৪ জন পণবন্দীর দেহাবশেষ হস্তান্তর করে।