ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি জঙ্গিগোষ্ঠী। জাফার একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার পাশাপাশি বিয়ার শেভা এবং বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালিয়েছে হুথি জঙ্গি গোষ্ঠী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ হামলাকে আকাশেই নিস্ক্রিয় করে। জবাবে, ইসরাইল, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ এর অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি জঙ্গিরা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
Site Admin | September 19, 2025 1:02 PM
ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি জঙ্গিগোষ্ঠী
