মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 25, 2024 5:04 PM

printer

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল ওয়াশিংটন DC-তে মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখেছেন।

 ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল ওয়াশিংটন DC-তে মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখেছেন। প্যালেস্তাইনের সঙ্গে দীর্ঘ ৯’মাস ধরে চলা সংঘাত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের  সাহায্য চান, বিশেষ করে অস্ত্র জোগানের ক্ষেত্রে। পশ্চিম এশিয়ায় নিরাপত্তা জোট প্রসারিত করতে ভবিষ্যতে ইজরায়েলের সঙ্গে আরব দেশগুলির অংশীদারিত্বের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, হামাসের হাতে বন্দীদের মুক্তির জন্য তাঁরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। তাঁর সরকার চায়, যুদ্ধোত্তর গাজায় এমন এক প্যালেস্তিনীয় প্রশাসন আসবে, যাদের ইজরায়েলকে ধংস করার লক্ষ্য থাকবে না।   

  বেশ কিছু ডেমোক্রাট সদস্য নেতানিয়াহুর ভাষণ বয়কট করেন এবং বহু সংখ্যক  প্যালেস্তাইনপন্থী, সেনেটের বাইরে বিক্ষোভ দেখান। নেতানিয়াহু বলেন, যারা ইজরাইল-বিরোধী এবং হামাসের সমর্থক, তাঁদের লজ্জিত হওয়া উচিত।   

সেনেট এবং হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের যৌথ সভায় কোনো বিদেশী নেতার বক্তব্য পেশের ক্ষেত্রে, ইজরায়েলী প্রধানমন্ত্রী চতুর্থবার ভাষণ দিয়ে রেকর্ড করলেন। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টান চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনবার এখানে ভাষণ দিয়েছিলেন।

উল্লেখ্য, গতবছর ৭’ই অক্টোবর হামাস জঙ্গীরা দক্ষিণ ইজরায়েলে সরাসরি আক্রমণ হানে। ১২শ’র বেশী মানুষ মারা যান। আড়াইশ’ জনকে বন্দী করা হয় বলে ইজরায়েলী সরকার জানায়।