January 3, 2026 11:19 AM

printer

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে একটি নোটিশ জারি করে অশ্লীল বিষয়বস্তু  সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে একটি নোটিশ জারি করে অশ্লীল বিষয়বস্তু  সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, অশ্লীল বিষয়বস্তু তৈরি ও শেয়ার করার জন্য গ্রোক এআই-এর অপব্যবহার নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে।

এক্স-এর ভারত অপারেশনের চিফ কমপ্লায়েন্স অফিসারকে লেখা চিঠিতে মন্ত্রক বলেছে যে, ব্যবহারকারীরা গ্রোক এআই-এর পরিষেবা অপব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছে এবং সেগুলির মাধ্যমে মহিলাদের অশ্লীল বা কুরুচিপূর্ণ ছবি বা ভিডিও হোস্ট, তৈরি, প্রকাশ বা শেয়ার করছে। এতে বলা হয়েছে যে, এরফলে এই সামাজিক মাধ্যম  তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এবং আই টি বিধিমালা, ২০২১-এর অধীনে থাকা নিয়ন্ত্রক বিধানগুলি মেনে চলছে না।

মন্ত্রক জোর দিয়ে বলেছে যে, আইটি আইন এবং আইটি বিধিমালা, ২০২১ মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়। এআই-ভিত্তিক পরিষেবার অপব্যবহারের মাধ্যমে অশ্লীল, নগ্ন, অশালীন এবং আপত্তিকর বিষয়বস্তু হোস্ট, তৈরি এবং শেয়ার করা প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য একটি অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে।

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্ক করে দিয়েছে যে, এই নির্দেশাবলী অমান্য করা হলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং এর ফলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।