মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 27, 2025 9:23 PM

printer

ইলন মাস্কের স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের দশম উড়ান সফলভাবে সম্পন্ন করেছে

ইলন মাস্কের স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের দশম উড়ান সফলভাবে সম্পন্ন করেছে। টেক্সাসের স্টারবেস থেকে এই উৎক্ষেপণ করা এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ পূনর্ব্যবহারযোগ্য রকেট। দুই পর্যায়ের এই রকেট গতকাল গ্রিনিচ সময় রাত ১১টা ৩০ মিনিটে উৎক্ষেপণ করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ীস্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার নিয়ন্ত্রিতভাবে মেক্সিকো উপসাগরে জলে অবতরণ করে। স্টারশিপের উপরের অংশটি মহাকাশে সফলভাবে ইঞ্জিন পুনরায় চালু করে ভারত মহাসাগরে ধীর গতিতে অবতরণ করে। ২০২৭-এ নাসার আর্টেমিস থ্রি চন্দ্রাভিযান এর জন্য এই উৎক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ন সব তথ্যের জোগান দেবে বলে মনে করা হচ্ছে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।