আন্তর্জাতিক পারমানবিক শক্তি এজেন্সি IAEA বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমানবিক কেন্দ্রগুলিতে হামলার ঘটনার পর তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে একটি পোস্টে রাষ্ট্রসঙ্ঘের এই সংক্রান্ত পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, এখনও পর্যন্ত ইরানে কোনও তেজস্ক্রিয় সংক্রমণের ঘটনা ঘটেনি। IAEA-আরও জানিয়েছে, আরও তথ্য পাওয়া গেলে নতুন করে সব কিছু খতিয়ে দেখা হবে। এটি প্রাথমিক বক্তব্য মাত্র।
Site Admin | June 22, 2025 4:11 PM
ইরান শান্তিপূর্ণ পারমাণবিক স্থলগুলিতে মার্কিন সামরিক হামলার নিন্দা করেছে।
