মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 23, 2025 6:27 PM

printer

ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইজরায়েলকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেনি পুনরায় ব্যক্ত করেছেন। ইরানের উপর ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের পর, আয়াতুল্লা খোমিনি এই প্রথম বিবৃতি দিলেন। এক সুস্বাদ মিডিয়া পোস্টে তিনি বলেন ইজরায়েল বড় ধরনের ভুল পদক্ষেপ গ্রহণ করেছে। এর প্রত্যুত্তর কখন,কিভাবে এবং কি আকারে দেওয়া হবে সে বিষয়ে ইরানের সেনা কতৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে। ইরানের সংসদ ইতমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য তেল,গ্যাস সহ বিভিন্ন সামগ্রীর আমদানি-রফতানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিম এশিয়ার এই প্রণালী। ইরানের ফোরদো, নাতানজ, ইস্পাহান পরমাণু কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হানার পর এই পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর করা হবে। তবে এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে।