অপারেশন সিন্ধুর আওতায় ভারতীয় নাগরিকদের উদ্ধারের কাজে সহযোগিতার জন্য ইজরায়েল, ইরান, জর্ডন, মিশর, আর্মেনিয়া ও তুর্কমেনিস্তানকে প্রশংসা করেছে ভারত। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে ইরানে বসবাসকারী ১৭৩ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি উদ্ধারকারী বিমান গতরাতে নতুন দিল্লিতে পৌঁছেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সমাজ মাধ্যমের একটি পোস্টে বলেন, তিনটি ভারতীয় বায়ুসেনা বিমান সহ ১৯ টি বিশেষ উদ্ধারকারী বিমানের মাধ্যমে এখনও পর্যন্ত ইরান ও ইজরায়েল থেকে প্রায় ৪ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ইজরায়েলের আকাশ পথ বন্ধ থাকার দরুণ, ভারতীয়দের সীমান্তবর্তী দেশ জর্ডন ও মিশরের আকাশ পথের সাহায্যে ফিরিয়ে আনা হয়। জুন ,মাসের ১৮ তারিখ ভারত অপারেশন সিন্ধুর সূচনা করে। ইরান ও ইজরায়েলের মধ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয় এই অপারেশনে।