January 14, 2026 9:58 AM

printer

ইরানের সরকার প্রতিবাদীদের ওপর অত্যাচার চালালে, মার্কিন যুক্তরাষ্ট্র বলপ্রয়োগ করবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন

ইরানের সরকার প্রতিবাদীদের ওপর অত্যাচার চালালে, মার্কিন যুক্তরাষ্ট্র বলপ্রয়োগ করবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেহরান, আটক করা প্রতিবাদীদের প্রাণদণ্ডের নির্দেশ দিলে, ওয়াশিংটন কড়া পদক্ষেপ নেবে। সমাজমাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেন, তিনি ইরানের বিক্ষোভরত জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

ইরানের মানবাধিকার সংগঠন জানিয়েছে, বিক্ষোভরত এক ব্যক্তি বছর ২৬-এর এরফান সুলতানিকে গত সপ্তাহে আটক করা হয়েছিলো, এবং তাঁকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়, যা আজ কার্যকর হওয়ার কথা।