ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ২ দিনের সরকারী সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, বার্ষিক ১০ বিলিয়ান ডলারে নিয়ে যেতে এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের লক্ষ্য। পাক প্রধানমন্ত্রী শেহেবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ইসাকদার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাতারার ইরানী রাষ্ট্রপতিকে নুর খান বিমানঘাঁটিতে সাদর অভ্যর্থনা জানান। সফরকারী রাষ্ট্রপতির সম্মানে ২১ বার তোপধ্বনি করা হয়। রাষ্ট্রপতি পেজেস্কিয়ানের সঙ্গে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সহ অন্যান্যমন্ত্রী এবং উচ্চ-পর্যায়ের এক প্রতিনিধি দল এই সফরে এসেছেন।
Site Admin | August 3, 2025 1:10 PM
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ২ দিনের সরকারী সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন
