মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2025 4:20 PM

printer

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাছি বলেন, তাঁর দেশ সবসময়ই পারমানবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনায় রাজি আছে

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাছি বলেছেন, তাঁর দেশ সবসময়ই পারমানবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনায় রাজি আছে। গতকাল বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, এবার কথাবার্তা শুরু হলে আর মার্কিন যুক্তরাষ্ট্রর যুদ্ধ ঘোষণায় তা সমাপ্ত হবে না।সাম্প্রতিক ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,বোঝাই যাচ্ছে আলোচনা ও কূটনীতি ছাড়া সমস্যা সমাধানের আর কোনও রাস্তা গ্রহণযোগ্য নয়।তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রয়াসকে পাত্তা না দিয়ে অনৈতিকভাবে ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং পরবর্তীকালে তারা ইরানের পরমানু প্রকল্পগুলির ওপর আক্রমণ চালায়। তিনি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমানবিক কর্মসূচি ও ইউরেনিয়ামকে সংশোধন করার স্থানিক প্রক্রিয়াকে যথেষ্ট সন্মান দেওয়া উচিত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।