ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সাত সদস্যের জি সেভেন গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা আলোচনা পুনরায় শুরু করার জন্য তেহেরানকে আহ্বান জানিয়েছেন। একটি যৌথ বিবৃতিতে, বিদেশমন্ত্রীরা ইরানকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এ ইএর সঙ্গে পূর্ণ সহযোগিতা পুণরায় শুরু করার এবং ইরানের সমস্ত পারমাণবিক উপাদান সম্পর্কে আই এ ইএ কে তথ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র প্রসার রোধ এন পি টি চুক্তির পক্ষ থাকা এবং তার বাধ্যবাধকতাগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা অপরিহার্য।
কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জি-সেভেন বিদেশমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধিরা হেগে মিলিত হন এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।