October 1, 2025 12:14 PM

printer

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, নেদারল্যান্ডসের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, নেদারল্যান্ডসের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে। আডেন উপসাগরে মিনারভাগ্রাষ্ট নামের ঐ জাহাজে হামলার পর  সেটিতে আগুন ধরে যায়। হুথির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সোমবারে ক্রুজ মিসাইল ব্যবহার করে ঐ আক্রমণ চালানো হয়।

এতে জাহাজের দুই নাবিক আহত হন এবং ন’জন ক্রু সদস্যকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যেতে হয়।
পয়লা সেপ্টেম্বর থেকে এপর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজে এই প্রথম হুথিরা আক্রমণ চালালো।তারা সৌদি আরবের কাছে লোহিত সাগরে ইজরায়েলের ট্যাঙ্কারে ঐ হামলা চালিয়েছিল।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।