ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি-সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন মন্ত্রী। সে দেশের বিদ্রোহী হুথি গোষ্ঠী একথা জানিয়েছে। এ সপ্তাহের শুরুতেই এই ঘটনা ঘটে। রাজধানী সানার দক্ষিণে ইজরায়েলের দশটি বিমান একসঙ্গে এই হামলা চালিয়েছে। সরকারের কাজের পর্যালোচনার এক কর্মশালা চলার সময় এই বিমান হামলার ঘটনাটি ঘটে । হুথি গোষ্ঠী ইজরায়েলের এই হামলার প্রতিশোধ নেবে বলে জানিয়েছে। গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় সানায় একাধিক এলাকায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১০২ জন আহত হয়।