ইয়াঙ্গনের থুউন্না স্টেডিয়ামে গতকাল এ এফ সি অনূর্ধ কুড়ি মহিলাদের ফুটবলে, ভারত, এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্বের গ্রুপ ডির প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এই ফলাফলের ফলে ভারত এক পয়েন্ট অর্জন করেছে, অন্যদিকে গ্রুপের শীর্ষস্থানীয় মায়ানমার দিনের শুরুতে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ৬-১ গোলে জয়লাভের পর তিন পয়েন্ট অর্জন করেছে।
ভারত আগামীকাল একই মাঠে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে।