November 28, 2025 12:33 PM

printer

ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা-কপনা আরো জোরদার হয়েছে

পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা-কপনা আরো জোরদার হয়েছে। অসমর্থিত আফগান সংবাদ মাধ্যম সূত্রে দাবী করা হয়েছে যে, রাওলপিন্ডির আদিয়ালা জেলে হেফাজতে তাঁর মৃত্যু হয়েছে।  ইমরান খানের পুত্র কাশেম খান তাঁর বাবা যে বেঁচে আছেন, অবিলম্বে সরকারের কাছে তার প্রমাণ চেয়েছেন। আদিয়ালা জেলে তাঁকে প্রবেশ করতে দেওয়া, বাবাকে দেখতে দেওয়া এবং ইমরান খানের অবলম্বে মুক্তির জন্য কাশিম খান এক্স হ্যান্ডেলে দাবী জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৮৪৫ দিন ধরে তাঁর বাবাকে জেলে বন্দী করে রাখা হয়েছে এবং পরিবারের কোনো সদস্যকেই তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত ছ’সপ্তাহ ধরে তাঁকে ‘ডেথ সেল’-এ রাখা হয়েছে বলে’ও খবর।  আদালতের  নির্দেশ সত্বেও ইমরানের বোনদের একবার’ও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কাশেমের আরো অভিযোগ, নিরাপত্তার বহর দেখে মনে হয় এটা আদৌ রুটিনমাফিক ব্যবস্থা নয়। তাঁর বাবার অবস্থা ইচ্ছা করে গোপন করে পরিবারের লোকেদের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে না দেওয়াটাই এর উদ্দেশ্য। ইমরানের পুত্র এ’বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ, আন্তর্জাতিক আদালত এবং মানবাধিকার সংস্থাগুলিকে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছেন।