মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 20, 2025 7:21 AM

printer

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে গতকাল ইংল্যান্ড, ভারতকে চার রানে পরাজিত করেছে।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে গতকাল ইংল্যান্ড, ভারতকে চার রানে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে  ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮৮ রান করে। জবাবে ভারত ৫০ ওভারে ছয় উইকেটে মাত্র ২৮৪ রান করেছে। স্মৃতি মান্দানা ৮৮ রান, হরমনপ্রীত কৌর ৭০ এবং দীপ্তি শর্মার পঞ্চাশ রান করেন। ইংল্যান্ডের হিদার নাইট ৯১ বলে ১০৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

এই জয়ের ফলে এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার আগেই সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার জন্য ভারতকে এখন নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে তাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে।

আজ, ভারতীয় সময় বিকাল ৩টায় নভি মুম্বাইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে শ্রীলঙ্কা, বাংলাদেশের মুখোমুখি হবে।