ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীকে হত্যার চেষ্টা তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারে হত্যাকারীরা পরিকল্পনায় সফল হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে ইস্ট খাসী হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিয়াম বলেছেন, আততায়ীরা গুয়াহাটির নৌংরিয়ার এবং মৌলাখিয়াত এলাকায় রাজা রঘুবংশীকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। সম্পূর্ণ পরিকল্পনাটি ইন্দোরে করা হয়েছিল বলে তিনি জানান। ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি রাজার স্ত্রী সোনমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সুপার বলেন, এই হত্যাকান্ডের মূল চক্রী সোনমের প্রেমিক রাজ।
উল্লেখ্য, মেঘালয়ের ওয়েই-সাউ-ডং এলাকায় রাজা রঘুবংশীকে হত্যা করে তার দেহ খাদে ছুড়ে ফেলা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী সোনম, তার প্রেমিক রাজ সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।