ইন্দোনেশিয়ার বালিতে এক ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ডেনপাসার প্রদেশে সবথেকে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। দু’জনের খোঁজ এখনও মেলেনি। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে নদীগুলি প্লাবিত হয়ে বহু বাড়িঘর জলে ডুবে গেছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অনেকগুলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য নাগরিককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেমব্রানা এবং জিয়ানিয়ার প্রদেশের কয়েকটি এলাকায় ক্ষতির পরিমাণ বাড়ায় এক সপ্তাহ ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্জ্য পদার্থ জমে গিয়ে নিকাশি ব্যবস্থাও বিপর্যস্ত। নুসা তেঙ্গারা প্রদেশেও হতাহতের খবর পাওয়া গেছে। বৃষ্টিপাত কমলেও, বালিতে এখনও খারাপ আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে।
Site Admin | September 11, 2025 9:28 PM
ইন্দোনেশিয়ার বালিতে এক ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে
