December 6, 2025 7:39 PM

printer

ইন্দোনেশিয়ায়, সুমাত্রার তিনটি প্রদেশে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৮ এ  পৌঁছেছে, সরকারি তরফে  ৪০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে ।

ইন্দোনেশিয়ায়সুমাত্রার তিনটি প্রদেশে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৮ এ  পৌঁছেছেসরকারি তরফে  ৪০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে ।  দক্ষিণ থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন অবৈধ খনিভূমিধসঅবাধে গাছ কাটাকেই এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেছে। ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রক নির্বিচারে বনভূমি ধ্বংস করার জন্য খনি এবং জলবিদ্যুৎ সংস্থাগুলোর সমস্ত রকম কার্যাবলির উপর নির্দেশিকা জারি করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।