ইন্দোনেশিয়ায় সামুদ্রিক ঘূর্ণিঝড়, টানা বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ছ’শ ছাড়িয়েছে। পাঁচশো জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ, আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে।
সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে আচে, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশ। হাজার হাজার মানুষ এখনও বিচ্ছিন্ন এবং জরুরি পরিসেবার বাইরে রয়েছেন। সুমাত্রা দ্বীপে উদ্ধারের কাজ চলছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো বলেছেন, সরকার ত্রাণ সহায়তায় জন্য হেলিকপ্টার এবং বিমান মোতায়েন করছে।
উল্লেখ্য, সামুদ্রিক ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডপে ইন্দোনেশিয়া ছাড়াও, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, এবং শ্রীলংকায় হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ কয়েক হাজার মানুষ।