January 13, 2026 10:08 PM

printer

ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ  নতুন দিল্লিতে শুরু হয়েছে।

ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ  নতুন দিল্লিতে শুরু হয়েছে। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন তার সতীর্থ আয়ুষ শেট্টিকে  ২১ -১২, ২১-১৫ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

মহিলাদের ডাবলসে, গায়ত্রী গোপীচাঁদ এবং ত্রিশা জলি জুটি থাইল্যান্ডের অর্নিচা জংসাথাপর্ণপার্ন এবং সুকিত্তা সুভাচাই-কে ২১-১৫, ২১-১১ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন।

পুরুষদের ডাবলসে এইচ আমসাকারুনান, অর্জুন এম আর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রথম রাউন্ডের ম্যাচে তারা আজ মালয়েশিয়ার তেও ই য়ী ও অং ইউ সিনকে ২১- ১৫, ২১-১৮ গেমে হারিয়ে দিয়েছেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।