ইন্ডিয়া পোস্ট আজ দেশজুড়ে ডিজিটাল রূপান্তরের নতুন যুগ টু পয়েন্ট ও পর্ব-Advanced Postal Technology তে পদার্পণের কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে এই উদ্যোগকে ভারতীয় ডাক ব্যবস্থার, ডিজিটাল ইন্ডিয়া যুগে যাত্রার পথে এক মাইলফলক বলে বর্ণনা করা হচ্ছে। ডাক প্রযুক্তির সেন্টার ফর একসেলেন্স সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থা সরকারের মেঘরাজ টু পয়েন্ট ও দ্বারা চালিত ও দেশজুড়ে বিএসএনএলের দেশজুড়ে সংযোগ ব্যবস্থার দ্বারা গড়ে উঠেছে। ইউনিফায়েড ইন্টারফেস,কিউ আর কোড ভিত্তিক পেমেন্ট,ওটিপি নির্ভর সরবরাহ এবং, গোটা ব্যবস্থাকে নিখুঁত করে তুলতে দশ সংখ্যার আলফা নিউমারিক ডিজিপিন সহ ন বেশ কিছু বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের জন্য থাকছে।
Site Admin | August 20, 2025 12:21 PM
ইন্ডিয়া পোস্ট আজ দেশজুড়ে ডিজিটাল রূপান্তরের নতুন যুগ 2.0-এর পদার্পণের কথা ঘোষণা করেছে
