December 16, 2025 10:04 AM

printer

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের টি টোয়েন্টি ক্রিকেটের মিনি নিলাম আজ আবু ধাবিতে অনুষ্ঠিত হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের টি টোয়েন্টি ক্রিকেটের মিনি নিলাম আজ আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। ১১০ জন বিদেশী সহ মোট ৩৫০ জন ক্রিকেটার নিলামে সামিল হবেন। সর্বোচ্চ দু কোটি টাকা প্রাথমিক দর থাকছে চল্লিশ জন ক্রিকেটারের। এর মধ্যে ভারতের দু জন ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণোই রয়েছেন। গত মরশুমের ক্রিকেটারদের অনেককে ছেড়ে দেওয়ার পর ফ্রানচাইচাজি গুলির কাছে ৩১ জন বিদেশীসহ মোট ৭৭ জনকে ১০ টি দলে নেওয়া যাবে ।

নিলামে বাংলার ৮ জন ক্রিকেটার আছেন। তাঁরা হলেন আকাশদীপ, করণলাল, রবি কুমার,ঈশানপোড়েল, ব্রিজেশ শর্মা, শ্রেয়ান চক্রবর্তী, সায়ন ঘোষ, সৈয়দ  ইরফান  আফতাব।

কলকাতা নাইট রাইডার্স, কে কে আর অনেক ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় তারা সবচেয়ে বেশী অর্থ ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে। কে কে আর অন্তত ১৩ জনকে দলে নিতে পারবে। এর মধ্যে ছয় জন বিদেশী হতে হবে।