January 3, 2026 11:20 AM

printer

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাসকমিউনিকেশন, পি এইচ ডি প্রোগ্রাম চালু করেছে।  

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাসকমিউনিকেশন, পি এইচ ডি প্রোগ্রাম চালু করেছে।  এটি এই  প্রতিষ্ঠানটির ৬০ বছরের শিক্ষাগত যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই কর্মসূচীর অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য গবেষকদের ভর্তির জন্য নির্বাচন করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক  জানিয়েছে যে, পূর্ণকালীন এবং খণ্ডকালীন উভয় প্রার্থীর জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়া চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত খোলা থাকবে। ইউ জি সি-নেট যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, অন্যদিকে ইউ জি সি-নেট যোগ্যতা ছাড়া স্বল্পসময়ের  প্রার্থীদের আগামী মাসের ১৫ তারিখে একটি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে এবং সাক্ষাৎকার ৯ই মার্চ থেকে শুরু হবে। ভর্তি প্রক্রিয়া ২৭শে মার্চের মধ্যে সম্পন্ন হবে এবং পাঠক্রম ১লা এপ্রিল থেকে শুরু হবে।

 

 

 

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।