ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-কানপুর আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে “বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কারে” সম্মানিত করে। এটি কানপুর আইআইটির সর্বোচ্চ সম্মান । প্রাক্তন ছাত্রদের তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিতে এই পুরস্কারটি দেওয়া হয়। জ্ঞানেশ কুমার ১৯৮৫ সালে আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি পান। কানপুর আইআইটির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
Site Admin | November 2, 2025 7:22 PM
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-কানপুর আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে “বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কারে” সম্মানিত করে।