November 2, 2025 7:07 PM

printer

ইন্ডিয়ান অয়েল মুম্বাই গতকাল জলন্ধরের অলিম্পিয়ান সুরজিত হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান অয়েল সার্ভো সুরজিত হকি প্রতিযোগিতায় টানা তৃতীয়বার এবং সামগ্রিকভাবে সপ্তম বার চ্যাম্পিয়ন হয়েছে।

ইন্ডিয়ান অয়েল মুম্বাই গতকাল জলন্ধরের অলিম্পিয়ান সুরজিত হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান অয়েল সার্ভো সুরজিত হকি প্রতিযোগিতায় টানা তৃতীয়বার এবং সামগ্রিকভাবে সপ্তম বার চ্যাম্পিয়ন হয়েছে। 

মুম্বাই ২-১ গোলে ভারতীয় রেলওয়েজকে হারিয়ে এই প্রতিযোগিতা জিতেছে। মুম্বাই কে ৫ লক্ষ ৫১ হাজার টাকা এবং রেলওয়েজকে আড়াই লক্ষ টাকা মূল্য পুরস্কার প্রদান করে হয়েছে।

মুম্বাইয়ের তালবিন্দর সিং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পাঞ্জাব পুলিশ দলের ক্যাপ্টেন, অলিম্পিয়ান হরমনপ্রীত সিং টুর্নামেন্টে সর্বাধিক গোল করার সুবাদে ৫১ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছেন।

প্রধান অতিথি পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা সুরজিত হকি সোসাইটিকে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।