ইন্ডিগো বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল, হাওড়া – নিউ দিল্লির মধ্যে, এবং শিয়ালদা – লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ ডিসেম্বর হাওড়া – নিউ দিল্লি স্পেশাল রাত ১১ টায় হাওড়া থেকে এবং আগামী ১০ নভেম্বর নিউ দিল্লি – হাওড়া স্পেশাল নিউ দিল্লি থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে। যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে বর্ধমান, দূর্গাপুর, আসানসোল স্টেশনে থামবে । শিয়ালদা – লোকমান্য তিলক স্পেশাল শিয়ালদা থেকে আগামী ৮ ডিসেম্বর রাত ১১ টা ১০ মিনিটে এবং লোকমান্য তিলক – শিয়ালদা স্পেশাল আগামী ১১ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টায় লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়বে। যাতায়াতের পথে ট্রেন টি নৈহাটি, ব্যান্ডেল , বর্ধমান , দূর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে।
এদিকে, Indigo Flight বাতিল এর কারণে যাত্রী সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল ১৮ টি বিভিন্ন ট্রেনে মোট ২০ টি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আগামীকাল থেকে ১৩ই ডিসেম্বর নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে একটি AC Chair Car যুক্ত হবে। এছাড়া আগামী ৮ ডিসেম্বর দিব্রুগড় থেকে নিউ দিল্লি এবং Guwahati থেকে হাওড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে উত্তর পূর্ব রেল সূত্রের খবর।