January 20, 2026 12:18 PM

printer

ইনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০২ এর অধীনে কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকের বিভিন্ন  জায়গায় তল্লাশি চালায়।

ইনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০২ এর অধীনে কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকের বিভিন্ন  জায়গায় তল্লাশি চালায়। শবরীমালা মন্দিরের সোনা ও অন্যান্য মন্দিরের সম্পত্তি তছরূপের ঘটনায় ইডির এই অভিযান। কেরালা ক্রাইম ব্রাঞ্চ একাধিক এফআইআর জারি করার পর নির্দেশালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে সোনার পাত দিয়ে মোড়ানো নিদর্শনগুলিকে রুপোর পাত রয়েছে বলে জানিয়ে সেগুলিকে মন্দিরের বাইরে সরিয়ে ফেলা হয়।
ইডি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শবরীমালা মন্দিরের বিভিন্ন  আর্থিক দুর্নীতি,অর্থপাচারসহ বিভিন্ন আইন বহির্ভূত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।