ইনফোর্সমেন্ট নির্দেশালয়- EDর, দিল্লির জোনাল অফিস, নির্মাণ সংস্থা PACL দুর্নীতি মামলার তদন্তে, কোম্পানির ৭৬২ কোটি ৪৭ লক্ষ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তি গুলি রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায়।
ED জানিয়েছে, এই মামলাটি মেসার্স Pearl Agrotech Corporation Limited- পিএ সি এল এর সম্মিলিত বিনিয়োগ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ তছরুপ সংক্রান্ত, যা বিনিয়োগকারীদের প্রতারণার উদ্দেশ্যে পরিকল্পনা করে তৈরি। এইসব প্রতারণামূলক প্রকল্পের মাধ্যমে মেসার্স পিএ সি এল, তাদের ডিরেক্টরদের ও অন্যান্যদের মারফত নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহ ও তছরূপ করেছিল।
লক্ষ লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে প্রতারণা করে সংগৃহীত টাকা নিয়মিত অন্যত্র পাঠিয়ে এবং একাধিক লেনদেনের মাধ্যমে, তাদের অবৈধ উৎস গোপন রাখা হতো। এইসব অবৈধ তহবিল কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৬৮ টি স্থাবর সম্পত্তি সংগ্রহ করা হয়েছিল, যার বর্তমান বাজার মূল্য ৭৬২ কোটি ৪৭ লক্ষ টাকা।