ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে গতরাতে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে সিনার, গতবারের চ্যাম্পিয়ান কার্লোস অ্যালকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দেন। উইম্বলডনের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম ইতালীয় হিসাবে সিনার চ্যাম্পিয়ান হলেন। একইসঙ্গে সিনারের এটি চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম খেতাব।