ইতালির উপ প্রধানমন্ত্রী ও বিদেশ তথা আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তনিও তাজানি আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে ইতালির উপ প্রধানমন্ত্রীর এটা দ্বিতীয় ভারত সফর। তাজানির মুম্বই ও দিল্লি সফর , ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। তিনদিনের এই ভারত সফরে ইতালির উপ প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল তাঁর মুম্বই যাওয়ার কথা।
Site Admin | December 10, 2025 11:48 AM
ইতালির উপ প্রধানমন্ত্রী ও বিদেশ তথা আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তনিও তাজানি আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন।