November 14, 2025 9:54 PM

printer

ইডেন টেষ্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারত এক উইকেটে ৩৭ রান করেছে

ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৫৯ রানে শেষ হয়েছে।  দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।  এইডেন মার্করাম ৩১, উইয়ান মুলডার , টনি ডি জোরজি দুজনেই ২৪ রান করেছেন। ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ পাচঁ উইকেট নেন। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ১৬ বার পাচঁ উইকেট নিলেন বুমরাহ। মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে। কে এল রাহুল ১৩, ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছেন। যশস্বী জয়সওয়াল ১২ রান করে আউট হন। উইকেটটি নেন মার্কো জানসেন।

ভারতের প্রাক্তন অধিনায়ক ও স্পিনার অনিল কুম্বলে ঘন্টা বাজিয়ে টেস্ট ম্যাচের সূচনা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।