ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ৮ উইকেটে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে। ২ উইকেটে ১৬৫ রান হাতে নিয়ে আজ চতুর্থ তথা শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে উত্তরাখণ্ড ২৬৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক কুনাল চান্ডেলা ৭২ রান করেন। মহম্মদ শামি চার উইকেট নিয়েছেন। জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৭১ রানে অপরাজিত থাকেন। সুদীপ ঘরামি করেন ৪৬ রান। উত্তরাখণ্ডের হয়ে রাজন কুমার ও অভয় নেগী একটি করে উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর উত্তরাখণ্ড ২১৩ ও ২৬৫। বাংলা ৩২৩ ও ২ উইকেটে ১৫৬। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে মহম্মদ শামি ম্যাচের সেরা হয়েছেন। বাংলা এই ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলা আগামী শনিবার ইডেনে পরবর্তী ম্যাচে গুজরাটের মুখোমুখি হবে।
Site Admin | October 18, 2025 7:16 PM
ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ৮ উইকেটে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে।
