ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে ৩০ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেছে। আজ ম্যাচের উত্তেজনাপূর্ণ তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৫৩ রানে শেষ হয়। অধিনায়ক টেম্বা বাভুমা ৫৫ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা চারটি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত চা পানের বিরতির আগে ৯৩ রানে অলআউট হয়ে যায়। ওয়াশিংটন সুন্দর ৩১, অক্ষর প্যাটেল ২৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার চারটি, মার্কো জানসেন ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন। এইডেন মার্করাম একটি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা ১৫৯ ও ১৫৩, ভারত ১৮৯ ও ৯৩।
Site Admin | November 16, 2025 9:44 PM
ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে ৩০ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেছে