November 15, 2025 4:37 PM

printer

ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ১৮৯   রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে

ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ১৮৯   রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে। কে এল রাহুল ৩৯, ওয়াশিংটন সুন্দর ২৯, ঋষভ পন্থ , রবীন্দ্র জাদেজা দুজনেই ২৭ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার চার উইকেট নিয়েছেন। ভারত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩০ রানে এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিলো ১৫৯ রান।

ব্যাট করতে নেমে ৪ রান করার পর ঘাড়ের ব্যথার কারণে ড্রেসিংরুমে ফিরে যান ভারত অধিনায়ক শুভমন গিল। বিসি সি আই এর তরফে জানানো হয়েছে, শুভমনের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তিনি ম্যাচে ব্যাট করতে নামবেন কিনা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।