ইডেনে টেস্ট ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালানোর অভিযোগে কলকাতা পুলিশ এফ ওয়ান ব্লক থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃত আলতাফ খান মহারাষ্ট্র, অঙ্কুশ রাজ বিহার ও প্যাটেল পিঙ্কল গুজরাটের বাসিন্দা। এদের গতকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে এমাসের ২৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতরা দেশ বিদেশে বেটিং চক্র চালাতো। এদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে।