October 25, 2025 9:53 PM

printer

ইডেনে চারদিনের রনজি ট্রফি ম্যাচের আজ প্রথম দিনে  গুজরাতের বিরুদ্ধে বাংলা সাত উইকেটে ২৪৪ রান করেছে।

ইডেনে চারদিনের রনজি ট্রফি ম্যাচের আজ প্রথম দিনে  গুজরাতের বিরুদ্ধে বাংলা সাত উইকেটে ২৪৪ রান করেছে। টসে জিতে গুজরাত, বাংলাকে ব্যাট করতে পাঠায়। সুমন্ত গুপ্ত ৫৮ রানে অপরাজিত আছেন। সুদীপ ঘরামি ৫৬, অভিষেক পোড়েল ৫১ রান করেছেন । গুজরাতের পক্ষে সিদ্ধার্থ দেশাই তিনটি, চিন্তন গাজা দুটি উইকেট নিয়েছেন।