ইডেনে গতকাল আইপিএলের ম্যাচে গুজরাত টাইটানস ৩৯ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আট উইকেটে ১৫৯ রানে নাইট রাইডার্সের ইনিংস থেমে যায়। অধিনায়ক অজিঙ্ক রাহানে অর্ধশতরান করেন। অঙ্গকৃশ রঘুবংশী ২৭ রানে অপরাজিত থাকেন। গুজরাতের প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।
এরআগে গুজরাত টাইটানস নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে করেছিল ১৯৮ রান। অধিনায়ক শুভমন গিল ৯০, সাই সুদর্শন ৫২ রান করেন। জশ বাটলার ৪১ রানে অপরাজিত ছিলেন। কেকেআরের হয়ে বৈভব অরোরা, হরষিত রানা ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট নিয়েছেন। শুভমন গিল ম্যাচের সেরা হয়েছেন।
গুজরাত ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানটি বজায় রেখেছে। অন্যদিকে ৮ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে কেকেআর সপ্তম স্থানে রইল। কলকাতা নাইট রাইডার্স ইডেনে পরবর্তী ম্যাচে আগামী শনিবার পাঞ্জাব কিংসের বিরূদ্ধে খেলবে।
Site Admin | April 22, 2025 9:30 AM
ইডেনে গতকাল আইপিএলের ম্যাচে গুজরাত টাইটানস ৩৯ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে।
