ইডেনে আজ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত ৬১ দশমিক নয় শুন্য পয়েন্ট শতাংশ সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। ৫০ পয়েন্ট শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। ভারত অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, প্রথম একাদশ প্রায় স্থির হয়ে আছে। অতিরিক্ত পেস বোলার খেলানো হবে না অতিরিক্ত স্পিনার তা সকালে ইডেনের পিচ দেখে তারা সিদ্ধান্ত নেবেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, ভারতকে দেশের মাটিতে হারানো কঠিন, কিন্তু চ্যালেঞ্জ নিতে তারাও প্রস্তুত।
Site Admin | November 14, 2025 10:36 AM
ইডেনে আজ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে